রাজবাড়ীতে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

প্রকাশিত: ২০-০৪-২০২৩ ০৮:২৯

আপডেট: ২০-০৪-২০২৩ ০৯:২০

রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীতে এবছর ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় কয়েক বছর ধরে ভুট্টা চাষে ঝুঁকছেন জেলার প্রান্তিক চাষিরা। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে তিন গুন বেশি জমিতে এর আবাদ হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতা করছে কৃষি বিভাগ। 

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ৫শ’ হেক্টর জমি। কিন্তু আবাদ হয়েছে ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে। যেসব জমিতে তেমন কোন ফসল ফলে না, সেখানেও ভুট্টার ফলন ভালো হয়। এ কারণে রাজবাড়ীতে লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুণ বেশি ভুট্টার আবাদ হয়েছে।

চাষিরা জানান, ভুট্টা চাষে পরিশ্রম কম, তাই শ্রমিকও কম লাগে। এছাড়া ফলন যেমন ভালো হয়, তেমনি বাজারে দামও মেলে ভালো। তাই এই ফসল চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। 

কৃষি বিভাগ জানিয়েছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ জেলার কৃষির জন্য ইতিবাচক। ভুট্টা চাষে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি কৃষকদের নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে।

FR/sharif