খুলনা সংবাদদাতা : নিরাপদ চাষের সমন্বিত প্রাকৃতিক পদ্ধতি আইপিএম ব্যবহার করে সবজি উৎপাদন করছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কৃষকরা। এ পদ্ধতিতে কোন রকম রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় না। আধুনিক উপায়ে প্রকৃতির ওপর নির্ভর থেকে সবজি চাষ করা হয়। এতে যেমন বিষমুক্ত টাটকা সবজি মিলছে, তেমনি দামও পাওয়া যাচ্ছে ভালো। তাই দিন দিন চাষীদের আগ্রহ বাড়ছে।
‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন’ প্রকল্পের আওতায় সারাদেশের ২০টি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে কাজ করছে কৃষি বিভাগ। এসব ইউনিয়নকে ঘোষণা করা হয়েছে আইপিএম মডেল ইউনিয়ন হিসেবে। যেখানে চাষাবাদে সম্পূর্ণরূপে জৈব সার ব্যবহার করা হয়।
পোকা দমনে কীটনাশকের পরিবর্তে আছে প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার। এছাড়া বীজতলা, মাচা থেকে শুরু করে পুরো উৎপাদন প্রক্রিয়াটি প্রাকৃতিক উপায়ে সারা হয়। খুলনা জেলার ডুমুরিযা উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়নেও ব্যবহার হচ্ছে এমন সমন্বিত প্রাকৃতিক চাষ পদ্ধতি।
ইউনিয়নটির ৫০০জন চাষীকে আলাদা ২০টি দলে ভাগ করে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। একইসাথে প্রযুক্তিগত সহায়তা এবং উপকরণও দেয়া হয়েছে। আইপিএম পদ্ধতিতে চাষাবাদে উৎপাদন বেশি হচ্ছে। আইপিএম পদ্ধতি নিয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন, এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, এই ইউনিয়নে আইপিএম পদ্ধতিতে বছরে প্রায় তিন কোটি টাকার নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে। ধীরে ধীরে নিরাপদ এই চাষ পদ্ধতির সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
Laiza/sharif