তারেক সিকদার: সফলভাবে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক রেল চলাচলে খুশি পদ্মা পাড়ের মানুষেরা। নানা চড়াই উৎরাই পেরিয়ে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হলে পদ্মার দুই পাড়ে অর্থনৈতিক উন্নয়ন আরো গতি পাবে বলে আশা করছেন তারা। রেল প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নতুন এই রেল পথে অত্যাধুনিক কোচ যুক্ত হবে। আরাম দায়ক হবে যাত্রীদের চলাচল।
এই ছবি স্বপ্ন পূরণের। স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে চলছে দ্রুতগামী যানবাহন, সেতুন নিচের অংশ দিয়ে রেল আর পানিতে নৌ যান। বাংলাদেশে এই চিত্র প্রথম আর বিশ্বে অনেকটাই বিরল।
গেল বছর ২৫শে জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হলেও রেল পথ নির্মাণের কাজ বাকি থাকায় কিছুটা অপূর্ণতা ছিলো পদ্মা সেতুর। মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার পথে পরীক্ষামূলকভাবে রেল চালানো হয়। খুটিনাটি কিছু কাজ শেষ হলে সেপ্টেম্বর থেকে যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। তবে পরীক্ষামূলকভাবে রেল চলাচলে ভীষণ খুশি পদ্মার দুই পাড়ের মানুষ। পরীক্ষামূলক রেলের যাত্রী হন তাদের অনেকেই।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন এই রেল পথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চীন থেকে আমদানি করা ১০০টি অত্যাধুনিক কোচ চলাচল করবে এই পথে। এরই মধ্যে ৪৫টি কোচ দেশে আনা হয়েছে। এগুলোতে শারিরীকভাবে অক্ষমদের জন্য রয়েছে বিশেষ আসন ও ওয়াসরুমের ব্যবস্থা।
শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমটার পথে রেল চলাচল করবে। এই অংশের ৮টি স্টেশন তৈরীর কাজও অনেকটা শেষের পথে।
TH/Bodiar