নরসিংদীতে বাণিজ্যিকভাবে ফুল চাষ

প্রকাশিত: ০৮-০৪-২০২৩ ০৮:৩১

আপডেট: ০৮-০৪-২০২৩ ০৯:৩৯

নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে দিন দিন বাড়ছে বিভিন্ন প্রজাতির ফুলচাষ। অল্প জমিতে কম খরচে বেশি লাভ হওয়ায় ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। ফুলের চাষ বাড়াতে আগ্রহীদের সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শাক-সবজির পাশাপাশি নরসিংদীর ভূমি ফুল চাষের জন্যও উপযোগী। জেলায় বেড়েছে বিভিন্ন প্রজাতির ফুলচাষ। রায়পুরা উপজেলার করিমগঞ্জের ফুলচাষি আবু সাইদ। আট বছর আগে ফুলচাষ শুরু করেন। বর্তমানে ১৪ বিঘা জমিতে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, ক্যালেন্ডুলা, কাঠমালতিসহ দেশি-বিদেশি জাতের ফুলের চাষ করেছেন।  

আবু সাইদের বাগানে চাষ করা ফুল স্থানীয় বাজারে বেশ চাহিদা রয়েছে। তাই লাভও হচ্ছে ভালো। তাঁর এমন সাফল্য দেখে অনেকেই ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তা পেলে ফুলের চাষ আরও বাড়বে বলে জানান এই চাষী। 

ফুলের চাষ বাড়াতে আগ্রহীদের প্রশিক্ষণ ও সহায়তার কথা জানালেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। নরসিংদীতে ফুল চাষের সম্প্রসারণ হবে- এমন প্রত্যাশা ফুলচাষি ও সচেতন মহলের। 

Nishat/sharif