ক্রীড়া ডেস্ক: চিকিৎসা শেষে ভ্যাটিকানে ফিরেছেন পোপ ফ্রান্সিস। গতকাল (শনিবার) হাসপাতাল ত্যাগ করেন তিনি। এর আগে বুধবার শ্বাসকষ্টের কারণে পোপকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ হাসপাতাল ত্যাগ করার সময় তার গাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান ও অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি ভয় পাইনি এবং এখনও বেঁচে আছি।
উল্লেখ্য, ২০২১ সালে জেমেলিতেও কোলন সার্জারির পর এটি ছিল ফ্রান্সিসের দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া।
Mustafiz/sharif