সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ১৭:৪৫

আপডেট: ০২-০৪-২০২৩ ১৭:৪৫

ক্রীড়া ডেস্ক: একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা। এতে নিউজিল্যান্ড সফরে এসে জয়ের দেখা পেল লঙ্কানরা। এর আগে টেস্ট সিরিজ ও ওয়ানডেতে জয় ধরা দেয়নি লঙ্কানদের। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ আসতেই বদলে গেল দলটি। 

অকল্যান্ডে টস জিতে তাদের আগে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। ইনিংসের প্রথম বলসহ পাওয়ার প্লের ভেতর তিন উইকেট হারালেও লঙ্কানদের শুরুটা ছিল আক্রমণাত্মক। চতুর্থ উইকেটে কুশল পেরেরার সঙ্গে ১০৩ রানের দারুণ এক জুটি গড়েন চারিথ আসালাঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তুলে লঙ্কানরা। জবাবে নেমে ২০ ওভার  শেষে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৯৬ রান।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে মহেশ থিকসেনার করা ওভারে ২ উইকেটে মাত্র ৮ রান তোলে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে আসে ১ রান। দ্বিতীয় বলে ৬ হাঁকান চারিথ আসালাঙ্কা। আর পরেরটি হয় নো বল। সে বলে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন আশালাঙ্কা।

Mustafiz/sharif