ইরানে হিজাব পরিধানে কঠোরতা আরোপ

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ১৬:৩০

আপডেট: ০২-০৪-২০২৩ ১৬:৩০

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব ছাড়া কেউ রাস্তায় বের হলে কোনো দয়ামায়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজি। শনিবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো। 

প্রধান বিচারপতি বলেন, হিজাব ছাড়া চলা ইরানের নীতি-নৈতিকতার সঙ্গে শত্রুতা করার সামিল। এ ধরনের বিশৃঙ্খলকারীদের শাস্তি দিতে কোনো প্রকার দয়ামায়া ছাড়াই কঠোর বিচার করা হবে বলেও সতর্ক করেন তিনি। তবে কী ধরনের শাস্তি দেয়া হবে তা স্পষ্ট করেননি।

মোহসেনি এজি আরও বলেন, ধর্মীয় আইনের বিরুদ্ধে প্রকাশ্যে অস্বাভাবিক কোনো কিছু ঘটলে সেটি আদালতকে অবহিত করতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বাধ্য।

গত বৃহস্পতিবার হিজাব আইন প্রয়োগের বিষয়ে ঘোষণা দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির পরই কঠিন ভাষায় হুমকি দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি। 

এদিকে গত বছরের সেপ্টেম্বরে হিজাব পরিধানের বিধান লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাশা আমিনি নামের এক কুর্দি তরুণী। এরপর পুলিশ হেফাজতে তার মৃত্যু হলে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে ইরান। এসময় অনেক নারী হিজাব পরার আইন ভঙ্গ করেন।

aleya/sharif