নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় স্কুলছাত্রী মাঈশা ফাহমিদার আত্মহত্যার ঘটনায় জড়িত মোত্তাকিন খানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আজ (রোববার) রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানান, ভুক্তভোগী মাঈশা ফাহমিদার সঙ্গে আবির আহমেদ নামে এক তরুণের প্রেমের সম্পর্ক থাকায় তার কাছে ভুক্তভোগীর কিছু আপত্তিকর ছবি ছিল। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ভয় দেখালে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ২০১৯ সালের ১৮ জুন আত্মহত্যা করতে বাধ্য হয় মাঈশা।
এ ঘটনায় তার বাবা সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা ও বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবির আহমেদ ও শাহরিয়ার অন্তু নামের দুই তরুণের নামে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আরও জানান, তথ্য অনুযায়ী ভুক্তভোগীর আপত্তিকর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে গ্রেফতার আসামি মোত্তাকিন খানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে আদালত মোত্তাকিনকে গ্রেফতারের নির্দেশ দেন। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
Mustafiz/sharif