চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়কের উপর থাকা অবৈধ দোকান, পার্কিং, কাঁচা বাজারসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। আজ রোববার (দোসরা এপ্রিল) সকাল ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, সাধারণ মানুষের চলাচলের রাস্তা নিরাপদ রাখতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে এসব দোকান যাতে সড়কে বসতে না পারে সেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
AR/sharif