পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ১২:০২

আপডেট: ০২-০৪-২০২৩ ১২:০২

ক্রীড়া ডেস্ক: নতুন কোচের অধীনে জার্মান বুন্দেসলিগায় উড়ন্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে পুনরায় দখল করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

গতকাল (শনিবার) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বরুশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বায়ার্ন। এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে তারা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বরুশিয়া। 

নতুন কোচ টাচেলের অধীনে বায়ার্নেও প্রথম ম্যাচ ছিল গতকাল। প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। যাদেও কাছে কয়েকদিন আগেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হরাতে হয়েছে। তাই এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না মুলারদের কাছে।

এমন ম্যাচে শুরুতেই ভাগ্যেও সাহায্য পায় বায়ার্ন। ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক গ্রেগর কোবেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। পাঁচ মিনিট পর ডি লিখটের পাস ধরে বক্সের ভেতর থেকে ঠাণ্ডা মাথায় ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। ২৩ মিনিটের সময় মুলার দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন।

বিরতির পর মাঠে নেমে আবার লিড পায় বায়ার্ন। এবার লক্ষ্যভেদ করেন কোম্যান। তাতে মনে হচ্ছিল সহজ জয় পেতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে ৭০ মিনিটে পেনাল্টি পায় বরুসিয়া। সফল স্পট কিকে ব্যবধান কমান এমরে কান। শেষ দিকে আরেকটি গোল শোধ করেন ডোনিয়েল মালেন।

 

rocky/Bodiar