১০ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ১০:৫৮

আপডেট: ০২-০৪-২০২৩ ১৬:০০

নিজস্ব প্রতিবেদক: চৈত্র মাসেই দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বৈশাখের মত ঝড়-বৃষ্টি চলছে। দেশের বিভিন্ন জেলায় গতরাতেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এসময় বিভিন্ন স্থানে গাছপালা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং বাকি ছয় বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝড়েছে। এছাড়া দেশের অন্তত ১০ জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

সারাদেশে গত কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে স্বস্তি মিললেও কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে। অসময়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অঞ্চলের ফসলি জমি। 

মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত রংপুর ও এর আশপাশে এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় বজ্রপাতসহ ভারী বর্ষণ হয়। জেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর।  

সিলেট বিভাগের কয়েক জায়গায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। 

 

lamia/Bodiar