লিভারপুল ও আর্সেনাল জয়ী

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ০৯:৩০

আপডেট: ০২-০৪-২০২৩ ০৯:৩০

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে লিস্টার সিটিকে ৪-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।

শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে লিভারপুলের মুখোমুখি হয় ম্যানসিটি। শিরোপা দৌড়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে সিটি।

ম্যাচের ১৭তম মিনিটে অল-রেডদের এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। তবে সিটির একের পর এক আক্রমণের সামনে লিড ধরে রাখতে পারেনি তারা। ২৭তম মিনিটে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ গোল করলে সমতা আসে ম্যাচে।

সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে বিরতির পর ডি ব্রুইনা ম্যাজিকে খেই হারিয়ে ফেলে লিভারপুল। ৪৬তম মিনিটে এই তারকা দুর্দান্ত এক গোল করেন। এরপর ৫৩তম মিনিটে ইলকাই গুন্ডোগানকে দিয়ে করান আরেকটি গোল।

এরপর ম্যাচের ৭৩ মিনিটে জ্যাক গ্রিলিস গোল করলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। 

এদিকে, লিস্টার সিটিকে ঘরের মাঠে পাত্তাই দেয়নি আর্সেনাল। ম্যাচের ৩৫তম মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন হোয়াইট।

৮ মিনিট পর ব্যবধান আরও বাড়ান জেসুস। তাতে ম্যাচ থেকেই ছিটকে যায় লিস্টার। তবে ৭৬ মিনিটে রাসমাসের গোলে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল দলটি। কিন্তু ৮৪ মিনিটে আরও একটি গোল হজম কওে তারা। তাতে ৪-১ গোলে জয় পায় আর্সেনাল।

এদিকে, দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরেছে চেলসি।

প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৪। ৪২ পয়েন্ট নিয়ে আটে লিভারপুল আর ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বওে আছে চেলসি।

 

rocky/Bodiar