রোজায় মানুষের পাশে অনেক সংগঠন

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ০৯:১১

আপডেট: ০২-০৪-২০২৩ ০৯:৩৩

ডেস্ক প্রতিবেদন: রোজায় দরিদ্র ও নিু আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান। কোথাও বিনামূল্যে নিত্যপণ্য দেয়া হচ্ছে। কোথাও নামমাত্র দামে চাল ডাল মিলছে। আবার কোথাও একসঙ্গে হাজার হাজার মানুষের ইফতার আয়োজন করা হচ্ছে। এসব মানবিক কাজে যুক্ত হয়েছেন বহু স্বেচ্ছাসেবী। মাসজুড়ে এমন সহায়তা কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্টরা।

রমজান মাসজুড়ে অসহায় মানুষদের সহযোগিতা করতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

মাসজুড়ে রোজাদারদের ইফতারির আয়োজন করে আসছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা রওজাশরীফ। প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ একসাথে বসে ইফতার করেন। স্থানীয় প্রায় আড়াইশ’ স্বেচ্ছাসেবী ও ২৫ জন বাবুর্চি এখানে ইফতার তৈরির কাজ করেন। প্রতিটি ইফতার প্লেট সাজানো হয় কলা, খেজুর, ফিরনি, ছোলা, চিড়াসহ নানা খাবার দিয়ে।

যশোরের খড়কিতে আইডিয়াল লস প্রজেক্ট নামে সাশ্রয়ী বাজার বসিয়েছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাসব্যাপী ৯টি পণ্য দিচ্ছে বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে। এই বাজারে মিলছে ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি ডাল, ৪৫ টাকায় চিনি, ১২০ টাকায় সয়াবিন তেল।

কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইউছুলেরঘোনা এলাকায় অস্বচ্ছল ও দুঃস্থ দুই সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফাতেমা এন্ড কোম্পানী ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি ছোলা, ৩ কেজি ডাল ও ২ লিটার ভোজ্য তেল দেয়া হয়।

এ কর্যক্রমে সহযোগীতা করে ‘উদয়ন যুব কল্যাণ পরিষদ’ নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। 

 

Kaniz/Bodiar