বরিশাল সংবাদদাতা: বরিশাল জেলায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু প্রত্যাশিত দাম পাচ্ছেন না কৃষকরা। মুনাফা বেশি করছেন ব্যবসায়ীরা। লাভ বেশি না পাওয়ায় কৃষকের মুখে হাসি নেই। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতাদের।
মৌসুমী ফলের মধ্যে তরমুজের আবাদ বেশি হয় বরিশাল অঞ্চলে। এবছর বরিশালের ৭০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে প্রায় ১১শ’ হেক্টর জমিতে।
প্রতিটি তরমুজ ৭০ থেকে ১৮০ টাকা দরে কৃষকের কাছ থেকে কিনে বাজারে বিক্রি করছে আড়াইশো থেকে ছয়শো টাকা দরে।
বাজার তদারকি না থাকায় তরমুজের দামে এতো ফারাক বলে মনে করেন আড়তদার ও সাধারণ ক্রেতারা।
প্রশিক্ষণের পাশাপাশি সরকারের নানা সহয়তার কারণে এবছর তরমুজের ফলন ভালো হয়েছে বলে জানালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মুরাদুল হাসান।
বাজার তদারকির মাধ্যমে তরমুজের ন্যায্য দাম নিশ্চিত করার বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী।
Laiza/Bodiar