রামুতে মিশ্র সবজি চাষে সাফল্য

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ০৮:৩১

আপডেট: ০২-০৪-২০২৩ ১১:০৫

কক্সবাজার সংবাদদাতা: মিশ্র সবজি চাষে ব্যাপক সাফল্য পেয়েছে কক্সবাজারের রামু উপজেলার মুমরু চরের কৃষক শাহ আলম। এখন সবজি চাষে অন্যান্য কৃষকদের উৎসাহিত করছে। পাশাপাশি কারিগরি সহযোগিতা দিতে কাজ করছেন তিনি।

কক্সবাজারের রামু উপজেলা মুমরু চরের কৃষক শাহ আলম, এক সময় বনের উপর নির্ভর ছিলো তার জীবন-জীবিকা। ২০২২ সালে একটি বেসরকারি এনজিও থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে উচ্চ ফলনশীল মিশ্র সবজি চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে পেঁপে, মরিচ, টমেটো, কপিসহ বিভিন্ন সবজি রয়েছে। এসব সবজি বাজারে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হয়েছেন এই কৃষক।

শাহ আলম জানালেন, এখন বিভিন্ন সবজি এক সাথে চাষে কৃষকদের উৎসাহিত করা ও কারিগরি সহযোগিতা দিতে কাজ করছেন তিনি। চরের এই গ্রামটিকে সবুজ গ্রামে রুপান্তরিত করার চেষ্টা করে যাচ্ছেন বলেও জানালেন এই কৃষক।

শুধু শাহ আলমই নয়, তার সফল্য দেখে গ্রামের নারী ও পুরুষ কৃষি কাজে আগ্রহী হয়েছেন। আর্থিকভাবে স্বচ্ছলও হচ্ছেন তারা। গ্রামের নারী-পুরুষদের সবজি চাষে উৎসাহিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশিক্ষণ ও দেয়া হচ্ছে।

নেকম-ইকোলাইফ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ডক্টর শফিকুর রহমান জানান, কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগও করে দিচ্ছে বেসরকারি সংস্থা।

উচ্চ ফলনশীল সবজি চাষে উৎসাহিত করার সাথে সাথে সেসব ফসল বাজারজাত করা ও দাম ঠিক রাখা গেলে কৃষিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের।

 

FR/Bodiar