'কারচুপি করে আবার ক্ষমতায় যেতে চায় আ. লীগ'

প্রকাশিত: ০১-০৪-২০২৩ ২২:৫১

আপডেট: ০১-০৪-২০২৩ ২২:৫১

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার বেআইনিভাবে ক্ষমতায় টিকে থেকে একদলীয় শাসন পাকাপোক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিকেলে, রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি। 

ফখরুল বলেন, আগাম নির্বাচনের চক্রান্ত করছে সরকার। গোটা জাতিকে বিভ্রান্ত করে আগের মতো কারচুপি করে নিজেদের নির্বাচিত ঘোষণা করতে চায়। জনগন এবার সরকারের ফাঁদে পা দেবে না। প্রতিরোধ গড়ে তুলে চক্রান্ত বানচাল করা হবে।

তিনি আরো বলেন, রমজান মাসে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিচ্ছে সরকার। তবে জনগণ আর এই স্বৈরাচারি শাসককে মেনে নেবে না। কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের বিদায় করবে জনগণ। 

SAI/shimul