ক্রীড়া সংগঠক শাহাবুদ্দিন টিপু মারা গেছেন

প্রকাশিত: ০১-০৪-২০২৩ ১৮:০৫

আপডেট: ০১-০৪-২০২৩ ১৮:০৫

ক্রীড়া ডেস্ক: ফুটবলাঙ্গনে পরিচিত এক মুখ মীর মো. শাহাবুদ্দিন টিপু। দেশের শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক শাহাবুদ্দিন টিপু আর নেই। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। 

শেখ রাসেল ক্রীড়া চক্র এখন দেশের শীর্ষ ক্লাব। এই ক্লাবের তৃণমূল পর্যায় থেকেই টিপু এর সঙ্গে জড়িত ছিলেন। ক্লাবের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া শাহাবুদ্দিন টিপু ক্রীড়া সংগঠকের পাশাপাশি নানা সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

গত কয়েকমাস ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন টিপু। তিনি স্ত্রী এবং তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন, শেখ রাসেল ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা।

 

 

 

 

sanjida/shimul