ক্রীড়া প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএল ক্রিকেটে আগামীকাল (শনিবার) তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাভারের বিকেএসপির-চার নম্বার মাঠে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসরের দুর্দান্ত ছন্দে আছে শেখ জামাল। ৫ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে শেখ জামাল। এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় নুরুল হাসান সোহানরা।
অন্যদিকে, ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি মোহামেডান। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ইমরুলের দল। আরেক ম্যাচে, বিকেএসপির-তিন নম্বার মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে রুপগঞ্জ টাইগার্স এবং নারায়ণগঞ্জে মাশরাফির লিজেন্ড অফ রুপগঞ্জের মুখোমুখি হবে গাজী গ্র“প ক্রিকেটার্স। তিনটি খেলা শুরু হবে সকাল ৯ টায়।
Saju/sharif