ক্রীড়া ডেস্ক: আগামী এপ্রিলে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। এর আগে অর্থ সংকটে বাফুফে জাতীয় নারী ফুটবল দলের অলিম্পিক ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ বাতিল করেছে।
মিয়ানমারে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। তবে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সকল খরচ এএফসি বহন করায় টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কোন শঙ্কা নেই। ২৬ থেকে ৩০শে এপ্রিল হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব। বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। বাংলাদেশের সাথে আছে স্বাগতিক সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তান। ইতিমধ্যে কোচ গোলাম রাব্বানী ছোটনের তত্ত্বাবধানে ২৫ ফুটবলার প্রস্তুতি শুরু করেছে।
Saju/sharif