মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সিগঞ্জে রমজান মাসজুড়ে নিম্নআয়ের মানুষদের জন্য ১০ টাকায় ইফতার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন'। আজ (শুক্রবার) দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে ‘১০ টাকায় ইফতার বাজার’ নামক অস্থায়ী বাজার থেকে এই ইফতার দেয়া হয়।
যেখান থেকে ১০ টাকার বিনিময়ে এক কেজি তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়িসহ ইফতারের ৭টি পণ্য কিনে নিয়েছে নিম্নআয়ের ২১০টি পরিবার।
এর আগে একবার ১০ টাকায় গরুর মাংস ও ইফতার বিক্রি করে 'বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন'।
Kaniz/sharif