ঘোড়াঘাটে দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১৬:৫২

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৬:৫২

হিলি সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে জসীম উদ্দীন (৪৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (শুক্রবার) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামহীনপুর নামকস্থানে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিরামহীনপুর নামক স্থানে পাথর বোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হয়ে ট্রাক আর পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। বড় ট্রাকটি পাথর বোঝাই এবং ছোট ট্রাকটিতে কিছু গরু ব্যবসায়ীরা ঘুমিয়ে ছিলেন। 

পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পিকআপের চালকসহ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিব পিকআপ চালক জসীম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পাথর ভর্তি ট্রাক ও পিকআপটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Prottay/sharif