স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাগুরায় কর্মশালা

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১৬:০৭

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৬:০৭

মাগুরা সংবাদদাতা: মাগুরায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা সকলকে স্মার্ট হবার আহ্বান জানান।

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এসময় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সরকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিস্ক মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Kaniz/sharif