আয়ারল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১৫:৪৫

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৬:৩৭

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১২৪ রানে অলআউট হয় টাইগাররা। 

দুই পরিবর্তন নিয়ে ব্যাটে নামা বাংলাদেশ আজ শুরুটা মোটেও ভালো পায়নি। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা লিটন দাস ফিরে গেছেন দ্বিতীয় ওভারের প্রথম বলেই। ৪ বলে ৫ রান করেন এই ব্যাটার।

লিটনের বিদায়ের পর তিনে নামা শান্তও টিকতে পারেননি। হ্যারি ট্যাক্টরের বলে ক্যাম্ফারকে ক্যাচ দিয়ে ফেরেন ৪ রানের সময়। ওপেনার রনি ১৪ রান, চারে নামা সাকিব ৬ রান আর তৌহিদ হৃদয় ১২ রানে ফিরলে মাত্র ৪১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর বাংলাদেশকে সম্মানজনক লক্ষ্যের দিকে নিয়ে যান শামীম হোসাইন। এই ব্যাটার ৪৩ বলে ৫১ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন। বাকিদের মধ্যে নাসুম আহমেদ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি। অভিষিক্ত রিশাদ ৭ বলে ৮, তাসকিন আহমেদ ২ বলে ০, নাসুম আহমেদ ১৭ বলে ১৩, শরিফুল ইসলাম ৫ বলে ৫ রান করেন।

আয়ারল্যান্ডের হয়ে মার্ক আদায়ার ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট এবং ম্যাথু হামফ্রিস ২ ওভারে ১০ রানে নেন ২ উইকেট।

rocky/sharif