গোলাম মোর্শেদ: তিন মাসেও চূড়ান্ত হয়নি বিএনপি এবং সমমনা দল ও জোটের সরকার ও শাসনব্যবস্থা বদলের ৭দফা যৌথ রূপরেখা। ফেব্রুয়ারিতে ঘোষণার কথা থাকলেও বিভিন্ন দফা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় থমকে গেছে সেই উদ্যোগ। বিএনপি ও তাঁর মিত্রদলগুলোর নেতারা বলছেন, খসড়া রূপরেখা ঠিক হলেও সংবিধানের কিছু বিষয়ে সংশোধনী ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থার বিষয়ে সুরাহা হয়নি। তবে শিগগিরই সম্মিলিত যৌথ রূপরেখা ঘোষণার আশা করছেন তারা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি ও বিরোধী দলগুলো। চলমান আন্দোলনকে কার্যকর করতে এবং যুগপতের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কাছে টানতে যৌথ ইশতেহার দিতে চায় বিএনপি ও তার মিত্ররা।
এতে বিএনপির ১০দফা, গণতন্ত্র মঞ্চের ১৪ আর গণফোরাম একাংশের ৮ দফার সমন্বয়ে সাত দফা রূপরেখায় চমক দেখাতে চায় তারা। তবে, খসড়া হলেও তিনমাসে এর চূড়ান্ত রূপ দিতে পারেনি বিএনপি জোট। যৌথ ঘোষণা সীমাবদ্ধ লিয়াঁজো কমিটির বৈঠকের মধ্যেই বলে জানালেন, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির যুগ্ম মহাসচিব ও লিয়াঁজো কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল।
এপ্রিলের প্রথম সপ্তাহে ডাকা হয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াঁজো কমিটির পরবর্তী বৈঠক। শিগগিরই মতৈক্যে পৌছানো যাবে বলে মনে করেন বিএনপি ও জোট নেতারা। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি’র নীতি নির্ধারক নেতারা বলছেন, যৌথ রূপরেখা ঘোষণা না হলেও অভিন্ন দাবিতে আন্দোলনকে এগিয়ে নেবে বিরোধী জোট।
যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে আলাপ-আলোচনা শেষে দ্রুত সময়ে যৌথ রূপরেখা ঘোষণা করা হবে বলে জানান বিএনপি ও জোট নেতারা।
GM/shimul