খাদ্যের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১৪:০৫

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৪:০৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া খাদ্যের বিনিময়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র আনার চেষ্টা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনার জন্য এশিয়ার দেশটিতে প্রতিনিধি পাঠাচ্ছে মস্কো।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি চুক্তি সম্পর্কে নতুন তথ্য রয়েছে। রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠাতে চাইছে। যাদেও উদ্দেশ্য উত্তর কোরিয়ার কাছ থেকে খাদ্যেও বিনিময়ে যুদ্ধাস্ত্র আনা।’

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যে কোনও অস্ত্র চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন হবে বলে মস্কোকে মনে করিয়ে দেন তিনি। 

২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১ লাখ ৮০ হাজার টন খাদ্য কম উৎপাদন করেছে উত্তর কোরিয়া। আর্থিক সংকটে ভোগা দেশটিতে চলতি বছর তীব্র খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে।

কিরবি বলেন, পরিস্থিতি এবং কথিত চুক্তি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি। 

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বলে আসছে, উত্তর কোরিয়ার রাশিয়ান সামরিক বাহিনী এবং রাশিয়ার ভায়াটে ওয়াগনার গ্রুপকে অস্ত্র সরবরাহ করছে। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।

 

rocky/shimul