আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আমেরিকান সাংবাদিক ইভান গ্রেশকোভিচ গ্রেফতারের পর দুই দেশের উত্তেজনার মাঝেই এমন আহ্বান জানানো হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০শে মার্চ) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিটের আলোচিত সংবাদিক ইভান গ্রেশকোভিচকে (৩১) গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইভান গ্রেশকোভিচকে আটক করা হয়েছে। ওই সময় তিনি রাশিয়ার ইয়েকাটেরিনবুর্গে কাজ করছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গ্রেফতারে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। অন্যান্য মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা খবর পাওয়া মাত্রই গ্রেশকোভিচকের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা আরও জানিয়েছে, তারা অবৈধ কার্যকলাপ বন্ধ করেছে। সে যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করে যাচ্ছিল। ফলে আটক করা হয়েছে।
rocky/shimul