নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা। আবার অনেক স্থানে ঝড় ও শিলাবৃষ্টি হওয়ায় ফসলেরও ক্ষতি হয়েছে।
আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভারে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অভ্যরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
FR/shimul