হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ০৯:০৫

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৩:৩৭

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেট দল। 

প্রথম দুই ম্যাচে টানা জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ী হয়েছে বাংলাদেশ।  চট্টগ্রামে সব শেষ ম্যাচে সফরকারিদের বিপক্ষে ৭৭ রানের জয় পেয়েছে সাকিব আল হাসানের দলটি। আর এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথমবারের মতো টানা ৫ ম্যাচে  জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সফরকারিদের হোয়াইট ওয়াশ করারই লক্ষ্য বাংলাদেশের। 

এদিকে, সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোই একমাত্র লক্ষ্য আয়ারল্যান্ড ক্রিকেট দলের। চ্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।      

 

sanjida/shimul