নিজস্ব প্রতিবেদক: চালু হলো আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেলের সবকটি স্টেশন। শুক্রবার সকাল থেকে যাত্রী ওঠানামা শুরু হয়েছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেলের নয়টি স্টেশনের সবগুলোই চালু হলো। যাত্রীরা জানান, যানজটের ব্যস্ত নগরীতে যাত্রাপথে ভোগান্তি কমিয়ে অনেক স্বস্তি এনেছে মেট্রোরেল। রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তারা।
গতবছরের ২৮শে ডিসেম্বর উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের মাধ্যমে যাত্রা শুরু হয় দেশের প্রথম মেট্রোরেলের। এরপর ধাপে ধাপে পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হয়। সবশেষ গত ১৫ই মার্চ খুলে দেয়া হয় কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন। আর শুক্রবার থেকে মেট্রোরেলে যুক্ত হয়েছে নতুন দুই স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া। এর মধ্য দিয়ে রাজধানীর পরিবহন ব্যবস্থায় স্বস্তি আনা মেট্রোরেলে নতুন মাইলফলক যুক্ত হলো।
ছুটির দিন হওয়ায় এদিন, সকালে টিকিট কাউন্টারে লোকজন কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে অনেকেই আসেন মেট্রোরেলে ভ্রমণের জন। কেউবা ট্রেনে চড়ে ঘুরতে এসেছেন, কেউ এসেছেন প্রয়োজনে। তারা বলছেন, সবগুলো স্টেশন চালু হওয়ায় মেট্রোরেল রাজধানীর যাত্রীদের জন্য আরও স্বস্তি বয়ে আনবে।
পরিষ্কার ঝকঝকে ট্রেন এবং পরিবেশ ভালো হওয়ায় মেট্রোরেলে ভ্রমণও আনন্দদায়ক। রাষ্ট্রীয় এই সম্পদের রক্ষণাবেক্ষণে সবার দায়িত্বশীল হওয়া উচিত বলেও জানান তারা।
এদিকে, আগামী জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। সেই সাথে চলতি বছরের শেষ দিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।
rocky/shimul