আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের একটি মন্দিরের কুপের ছাদ ভেঙে পড়ে দুই শিশুসহ ১৩জনের মৃত্যু হয়েছে। ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইন্দোরের শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজা চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই একটি কুয়ার ছাদে উঠে পড়েন। কুয়াটি বহু পুরনো। এর মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কংক্রিটের নীচে বেশি কিছু লোক চাপা পড়ে রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল বাহিনী।
SAI/shimul