নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে থাকলে, দেশেও গ্যাস এবং বিদ্যুতের দাম কমিয়ে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এ সময় আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে আর প্রভাব না ফেললে দেশে বিদ্যুৎ পরিস্থিতি এখানকার মতোই থাকবে। এসময় গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ না করলে সরকারি কিংবা বেসরকারি যেকোন প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
SMS/shimul