ভিয়েতনামের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৩০-০৩-২০২৩ ১৯:২৩

আপডেট: ৩০-০৩-২০২৩ ১৯:২৩

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পারিক স্বার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে গণভবনের বিদায়ী সাক্ষাত করতে গেলে  তিনি এসব কথা বলেন। 

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। 

এসময় রাষ্ট্রদূত দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। তৈরি পোশাকখাতে দুদেশ সহযোগিতা আরো জোরদার করতে পারে।  

 

 

BRS/shimul