দেশি পেঁয়াজের দখলে হিলির বাজার

প্রকাশিত: ৩০-০৩-২০২৩ ১৫:৪১

আপডেট: ৩০-০৩-২০২৩ ১৬:৩০

হিলি সংবাদদাতা: ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি বন্দরবাজার দখল করে নিয়েছে দেশি পেঁয়াজ। প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা। 

আজ (বৃহস্পতিবার) পাইকারি বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা কেজি দরে। ব্যবসায়িরা খুচরা বাজারে এসব পেঁয়াজ বিক্রি করছেন ৩০ টাকা কেজি দরে। হিলি বন্দর বাজারে দুই সপ্তাহ আগেও প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।

ব্যবসায়িরা জানান, কয়েক দিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তাই পাইকারি আড়তগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। সাতদিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। 

পানামা হিলি পোর্ট সূত্রে জানা গেছে, গত ১৬ই মার্চের পর হিলি স্থলবন্দর  দিয়ে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে।

AR/sharif