ক্রীড়া প্রতিবেদক: বড় দল হতে হলে মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে আগ্রাসী মেজাজে খেলতে হয়, তাহলেই সাফল্য আসে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগ্রাসী মেজাজে ক্রিকেট খেলেই বাংলাদেশ টি- টোয়েন্টি সিরিজ জিততে পেরেছে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। আগামীতেও খেলোয়াড়রা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বলে আশাবাদী তিনি। চট্টগ্রামে ম্যাচ শেষে তিনি একথা বলেন। শুক্রবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ দল।
এই ম্যাচে বাংলাদেশ শুধু সিরিজই নিশ্চিত করেনি, ক্রিকেটাররা কিছু রেকর্ডও গড়েছেন। ১৮ বলে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন লিটন দাস। আর টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রাসী মেজাজে খেলেছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের এই আগ্রাসী মেজাজে খেলার কারণেই সিরিজ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আয়ারল্যান্ডকে রীতিমত নাস্তানাবুদ করেছে বাংলাদেশ প্রথম দুই টি-টোয়েন্টি ক্রিকেটে। বাংলাদেশ দলকে এর আগে এতটা ভালো খেলতে দেখেননি বলে জানিয়েছেন ওপেনার লিটন দাস। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশ দারুণ ছন্দে রয়েছে।
শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলা হবে চট্টগ্রামে। বাংলাদেশের লক্ষ্য পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আইরিশদের সিরিজে হোয়াইট ওয়াশ করা।
SMS/sharif