বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩০-০৩-২০২৩ ১৪:০০

আপডেট: ৩০-০৩-২০২৩ ১৪:০০

বেনাপোল সংবাদদাতা: যশোরের বেনাপোলে ৫০ বোতল ফেনসিডিলসহ হারুন অর রশিদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। আটক হারুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। গতকাল বুধবার রাতে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট-সাদিপুর সড়কের চৌধুরী সুপার মার্কেটের একটি রুম থেকে তাকে আটক করা হয়। 

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ চৌকস দল বেনাপোল চেকপোস্টে অবস্থিত চৌধুরী সুপার মার্কেটের একটি রুমে বিশেষ অভিযান চালিয়ে ৬টি ল্যাগেজ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় হারুন অর রশিদ নামে একজনকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আটক মাদক ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক ধ্বংসের জন্য বিজিবি ব্যাটালিয়নে জমা করা হয়েছে।

Prottay/sharif