জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলার তেঘর এলাকায় ও পাঁচবিবি উপজেলার বাগজানাতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ দু'জনের মৃত্যু হয়। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ের সামনে একই ট্রেনের ধাক্কায় দুর্গা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Mustafiz/sharif