ক্রীড়া ডেস্ক: উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতালির ক্লাব রোমাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথম লেগে ১-০ গোলে জেতা বার্সা বুধবার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে ওঠে। পরপর কয়েকটি আক্রমণের পর ১১তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফ্রিদোলিনা রলফো। ৩৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। এবার গোল করেন মাপি লিওন। বিরতির বাঁশি বাজার আগে নিজের দ্বিতীয় গোল করেন রলফো।
বিরতির পর মাঠে নেমে প্রথম আক্রমণেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি বক্সের ভেতর থেকে আসিসাত ওশালার শট ঠেকাতে ব্যর্থ হন রোমার গোলরক্ষক। এরপর ৫৩তম মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করে দলটি। তবে ম্যাচের ৫৮তম মিনিটে ফেরার বার্তা দেয় রোমা। ইতালিয়ানদের হয়ে গোল করেন সারতুরিনি।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া রোমা বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা আর পায়নি। তাতে বড় জয় নিয়েই সেমিফাইনালে উঠে স্পেনের ক্লাবটি।
rocky/habib