অলিম্পিক বাছাইপর্বে খেলা হচ্ছে না সাবিনাদের

প্রকাশিত: ২৯-০৩-২০২৩ ২২:৫৬

আপডেট: ২৯-০৩-২০২৩ ২২:৫৬

ক্রীড়া ডেস্ক: অর্থাভাবে এপ্রিলে মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্ব খেলতে যাচ্ছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

এপ্রিলের প্রথম সপ্তাহে মিয়ানমারে প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের প্রথম পর্বের খেলা ছিল। তবে খেলোয়াড়, কোচিং স্টাফ, বিমান খরচ সব মিলিয়ে এই সফরের জন্য অর্ধ কোটি টাকার বেশি প্রয়োজন বাফুফের। বাফুফের কাছে এই অর্থ না থাকায় আর্থিক সহায়তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিল। সেই চিঠির কোনো ইতিবাচক সাড়া দেয়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাই বাছাইপর্ব খেলা হচ্ছেনা সাবিনা-মারিয়াদের।

 

Saju/Bodiar