সাজ্জাদ সাজু : ফিফা র্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট অধিনায়ক জামাল ভূইয়া। আন্তর্জাতিক ফুটবলে সাফল্য পেতে স্ট্রাইকারদের আরো ভালো করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সিলেটে খেলা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফুটবল দলের অধিনায়ক।
সিলেটে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবল খেলায় ফিফা র্যাংকিংয়ে ১৯৯ নম্বরে থাকা পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিততে পারেনি বাংলাদেশ ফুটবল দল। সিশেলসের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। তাতে দু’দলের সিরিজটি ড্র হয়।
এই আন্তর্জাতিক টুর্নামেেেন্টর জন্য বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি নিয়েছে দীর্ঘ দিন। দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবে গিয়েও বাংলাদেশ অনুশীলন করেছে। সেখানে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি স্থানীয় ক্লাবের সাথে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলেছিলো। এত কিছুর পরও ঘরের মাঠে বাংলাদেশ সেভাবে সাফল্য দেখাতে পারেনি। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতলেও, খেলোয়াড়দের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিলোনা। আর দ্বিতীয় ম্যাচে পরাজয়ের লজ্জায় ডুবেছে।
যে দুর্বল দলটির বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা সেই দলের বিপক্ষে সিরিজ ড্র করে লজ্জায় পড়তে হলো স্বাগতিকদের। দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট অধিনায়ক জামাল ভূঁইয়া।
এই সিরিজে স্ট্রাইকারদের ব্যর্থতা ছিলো বেশি। বিশেষ করে ভালো ফিনিশিংয়ের অভাব চোখে পড়েছে দুই ম্যাচেই। ভালো ফলাফল করতে হলে স্ট্রাইকারদের আরো উন্নতি প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক।
Saju/Bodiar