যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: ২৯-০৩-২০২৩ ১৯:৩১

আপডেট: ২৯-০৩-২০২৩ ১৯:৩১

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সাথে মার্কিন প্রেসিডেন্ট পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি সাক্ষাৎ করলে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। 

দশ দিনের সফরে গুয়েতেমালা ও বেলিজ যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। দেশ দুটিতে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রে ট্রানজিট নেবেন তিনি। আর ট্রানজিট নেওয়ার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থির সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। 

এমন কিছু হলে এটি ‘উস্কানি’ দেওয়ার সামিল হবে বলে জানিয়েছে চীন। তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে বেইজিং। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের বিষয়টি দেশটির স্বাধীনতাকে সমর্থন দেওয়ার সামিল হবে বলে মনে করছে তারা।

তবে, এব্যাপারে জবাবও দিয়েছেন সাই ইং। বাইরের চাপে তাইওয়ান বিশ্বের সঙ্গে সংযোগ রাখা বন্ধ করবে না বলে জানিয়েছেন তিনি। তাইওয়ানকে স্বাধীন ভূখন্ড দাবি করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই চীনের হুমকির জবাব দিয়েছেন সাই। 

 

shamima/Bodiar