‘মেক্সিকোতে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েছে’

প্রকাশিত: ২৯-০৩-২০২৩ ১৬:৫০

আপডেট: ২৯-০৩-২০২৩ ১৬:৫৪

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে রেকর্ড পরিমাণ সাংবাদিক হয়রানি, নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন। ২০২২ সালে দেশটিতে ৬৯৬ জন মেক্সিকান সাংবাদিক হয়রানি, নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, গণমাধ্যম নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন। 

প্রতিবেদনটিতে বলা হয়, একই বছর দেশটিতে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর ১৮১টি ঘটনা চিহ্নিত হয়েছে। আর হত্যা করা হয়েছে ১২ সাংবাদিককে। এরআগে, ২০১৭ সালেও একই সংখ্যক সাংবাদিক হত্যার শিকার হয়েছিলেন।

২০০৭ সাল থেকে মেক্সিকোতে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে আর্টিকেল নাইনটিন। এসব সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক হয়রানি, নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, চলতি বছর দেশটিতে প্রতি ১৩ ঘণ্টায় একজন করে সাংবাদিক হয়রানি, নির্যাতন ও সহিংসতার মুখোমুখি হয়েছেন। তাদের ওপর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে আর্টিকেল নাইনটিন। মূলত মুখ বন্ধ করার জন্য সাংবাদিকদের ওপর এমন খড়গ নেমে আসে বলে মনে করছেন তারা।

 

aleya/Bodiar