বিএনপি-জামায়াতের কাজ ধ্বংস করা : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৯-০৩-২০২৩ ১২:৫১

আপডেট: ৩০-০৩-২০২৩ ১০:২৮

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট জ্বালা-পোড়াও আর ধংসের রাজনীতি করে, আর আওয়ামী লীগ সৃষ্টির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু করায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে জানান প্রধানমন্ত্রী।

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংক্রান্ত নানা সমস্যার সহজ সমাধানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নানান পদক্ষেপ বাস্তবায়ন করছে। এসব নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভূমি সেবা সংক্রান্ত ৭টি উদ্যোগেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ভূমি নিবন্ধন, ব্যবস্থাপনা ও বন্টন যাতে সহজ হয় সেজন্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে মানুষ এখন বিশ্বের যে কোন জায়গা থেকেই নিজের ভূমি সম্পর্কে যাবতীয় তথ্য এবং কর দেয়ার সুবিধা গ্রহণ করতে পারছে।

প্রধানমন্ত্রী বলেন ভূমি নিয়ে পারিবারিক কলহ পুরনো। এ সমস্যা সমাধানে আগে থেকেই অংশিদারের নামে নামজারির পরামর্শ দেন  প্রধানমন্ত্রী। 

বিএনপি জামাত আন্দোলনের নামে দেশের অসংখ্য ভূমি অফিস পুড়িয়েছে উল্লে­খ করে তিনি বলেন, তাদের কাজই হচ্ছে ধংস করা।

ভূমির সঠিক ব্যবহার ও খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

MRP/shimul