বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানকে ইমেইলে হুমকি দেওয়া সেই যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম ধাকড়রাম বিষ্ণোই। আজ (সোমবার) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ২১ বছর বয়সী ধাকড়রাম বিষ্ণোই। গায়ক মুসেওয়ালা হত্যা মামলার সাথে জড়িত তিনি। তাকে বারবার হুমকি দিয়েছিলেন ২১ বছরের এই তরুণ।
জানা যায়, গত ১৬ই মার্চ সালমান খানকে একটি ইমেইল পাঠানো হয়। সেখানে সালমান খানকে দেখা করতে বলেন ধাকড়রাম, নয়তো কঠিন পরিণতির হুমকি দেন তিনি। এ ঘটনায় মামলা হলে মুম্বাই ও জোধপুর পুলিশের যৌথ উদ্যোগে শুরু হয় তদন্ত।
তদন্তে জানা যায় জোধপুর থেকেই পাঠানো হয়েছে এই চিঠি। এরপর জোধপুরের লুনি এলাকার সিয়াগোর থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারির পরই মুম্বাই পাঠানো হয়েছে ধাকড়রাম বিষ্ণোইকে।
এই হুমকির চিঠি পাওয়ার পর কড়া নিরাপত্তায় রয়েছেন সালমান। কারণ বিষ্ণোং গ্যাংয়ের প্রধান এই তারকাকে হত্যার হুমকি দিয়েছেন।
rocky/sharif