আয়ারল্যান্ড দলে হঠাৎ অধিনায়ক বদল

প্রকাশিত: ২৬-০৩-২০২৩ ১৯:৫১

আপডেট: ২৬-০৩-২০২৩ ১৯:৫১

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন পরিবর্তন হয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক। অ্যান্ড্রু বালবার্নিকে বাদ দিয়ে পল স্টার্লিংকে অধিনায়ক করা হয়েছে। এই সিরিজের স্টার্লিংয়ের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন কিপার-ব্যাটসম্যান লরকান টাকার। আজ (রোববার) সন্ধ্যায় ক্রিকেট আয়ারল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত ৬টিতে অধিনায়কত্ব করেছেন স্টার্লিং। তার নেতৃত্বে ২টিতে জয় পেয়েছে আইরিশরা, পরাজয়  আছে ৪ ম্যাচে।   

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, টম মায়েস, ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, লর্কান টাকার (সহ-অধিনায়ক), বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

উল্লেখ্য, আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে আয়ারল্যান্ড দল। গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৬ই এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ২৪শে এপ্রিল। এরপর ইংল্যান্ডের চেমসফোর্ডে মে মাসের ৯ তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলবে আইরিশরা। 

Mustafiz/sharif