স্পেনে দাবানলে পুড়েছে প্রায় ১০ হাজার একর বন

প্রকাশিত: ২৬-০৩-২০২৩ ১৭:৪৫

আপডেট: ২৬-০৩-২০২৩ ১৭:৪৫

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে গেছে অন্তত ৯ হাজার ৯০০ একর বিস্তৃত বন। এছাড়া বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১ হাজার ৭০০ গ্রামবাসী। আন্তর্জাতিক একাধিক সংবামাধ্যমের খবরে এতথ্য জানানো হয়েছে। 

দেশটিতে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেয় ২০টি বিমান। এসময় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দেড় হাজার বাসিন্দাকে। বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের গৃহপালিত পশু-পাখি রেখেই চলে আসতে বাধ্য হয়েছেন তারা। 

আন্তোনিও জারজোসো নামের ২৪ বছর বয়সী এক যুবক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ‘খারাপ, আমি কী রকম থাকতে পারি? আপনার শহর পুড়ে যাচ্ছে। আপনার জীবন পুড়ে যাচ্ছে। আমাদের পশু-পাখি সেখানে ছিল। কিন্তু কেউ কিছু বলতে পারছে না।’

ভ্যালেন্সিয়া প্রদেশের প্রেসিডেন্ট জিমো পুইগ সাংবাদিকদের জানিয়েছেন, আগুনের ভয়াবহতা আরও বেড়েছে বর্তমান অস্বাভাবিক তাপমাত্রার কারণে। পুলিশের ধারণা, এই দাবানলের সূত্রপাত হয়েছে ডালপালা ছাঁটার একটি মেশিনের আগুন থেকে।

উল্লেখ্য, গতবছর ভয়াবহ দাবানলে পুড়েছিল ইউরোপের বেশিরভাগ দেশ। এবারও শীতকালটা অস্বাভাবিক শুষ্ক ছিল। এ কারণে আশঙ্কা করা হচ্ছে, গত বছরের মতো এবারও দাবানলের কবলে পড়তে পারে ইউরোপ।

Mustafiz/sharif