আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে ভয়াবহ তুষারপাতের কারণে বরফ ধসে বন্ধ হয়ে গেছে গ্যাংটক থেকে মনগড়ার রাস্তা। ১১ থেকে ১৫ই মার্চের তুষারপাতে আটকা পড়া ১৪০০ পর্যটককে ইতোমধ্যে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবরে এতথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, একদিকে তুষারপাত, অপরদিকে বরফের পুরু আস্তরণে ঢাকা পড়েছে রাস্তা। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সিকিমের একাধিক পর্যটন স্থল। পূর্ব সিকিমের, নাথুলা, বাবা মন্দির এলাকায় সম্পূর্ণরূপে বরফে ঢাকা পড়ে গেছে। পর্যটকদের কোনভাবেই আর ঝুঁকি নিয়ে সেদিকে যেতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি চলাচল।
বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনও বিপদের আশঙ্কা রয়েছে। উত্তর সিকিমও বর্তমানে দুর্যোগপ্রবণ। আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা বলা হয়েছে, আগামী তিন থেকে চারদিন উত্তর ও পূর্ব সিকিমে ভারী তুষারপাত, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Mustafiz/sharif