আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে টেক্সাসে প্রথম নির্বাচনী ক্যাম্পেইন করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তার বিরুদ্ধে করা তদন্তের সমালোচনাও করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এতথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় (শনিবার) এই ক্যাম্পেইন শুরু করেন ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মাধ্যমে। এসময় ট্রাম্পের রেকর্ড করা একটি প্রতিশ্রুতি ভিডিও দেখানো হয়। ২০২১ সালে ক্যাপিটল হিলের সামনে যারা বিদ্রোহ করেছিল তাদের পক্ষ নিয়ে ট্রাম্প বলেন, ‘তারা সবাই নির্দোষ প্রমাণিত হবে।’
এসময় তার বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন ট্রাম্প। তার দাবি, তাকে গ্রেফতার করা হতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি একথা বলেন।
Mustafiz/sharif