আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বাণিজ্য শহর হামবুর্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল (শনিবার) এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘঁনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
হামবুর্গের প্রসিকিউটর অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজনকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বন্দুকটি দিয়ে নিজেকে গুলি করার আগে ওই বন্দুকধারী অন্য ব্যক্তিকে গুলি করে।
পুলিশ জানিয়েছে, তারা এখন তদন্ত করছে। গুলিবিদ্ধ দু’জনই ঘটনাস্থলে মারা যান বলে জানা গেছে। এর আগে চলতি মাসের শুরুতে হামবুর্গে বন্দুক হামলায় সন্দেহভাজন বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছিলেন।
rocky/sharif