যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত বেড়ে ২৬

প্রকাশিত: ২৬-০৩-২০২৩ ১০:৫১

আপডেট: ২৬-০৩-২০২৩ ১০:৫১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। তাদের মধ্যে ২৫ জন মিসিসিপির ও অন্য একজন আলাবামা অঙ্গরাজ্যের। 

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় একশ’ মাইলেরও বেশি এলাকাজুড়ে ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে এ দুর্যোগ। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে আঘাত হানা এ টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে অনেক ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে চলছে তৎপরতা। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেয়া  হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় অনেক গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো মানুষ। 

মিসিসিপি রাজ্যের গভর্নর টেট রিভস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তাছাড়া মিসিসিপি থেকে প্রকাশিত ছবিগুলোকে হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সব ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

এক বিবৃতিততে বাইডেন বলেন, যতদিন লাগে আমরা বিধ্বস্ত এলাকায় কাজ করবো। পুনরুদ্ধার প্রক্রিয়ায় সাহায্য করতে একসঙ্গে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

আলাবামা এবং জর্জিয়ার কিছু অংশে শিলাবৃষ্টিসহ আরও ঝড়েরর পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 

 

AAJ/Bodiar