পার্থ রহমান : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতি সৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতিসহ বিদেশী কূটনীতিকরা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার।
ভোরের আলো ফোটার সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে জানান দেয়া হয় আজ বাংলাদেশের অভ্যুদ্বয়ের দিন, মহান স্বাধীনতা দিবস। এবছর স্বাধীন জাতি হিসেবে পথচলার ৫২ বছর পূর্ণ হলো। স্বাধীনতা দিবসের প্রত্যুষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নির্মিত সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয় ত্রিশ লক্ষ শহীদের প্রতি।
পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারো শ্রদ্ধা জানান দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর শোক বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি।
শহীদ বেদীতে শ্রদ্ধা জানান, বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হলে উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতি সৌধ।
পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমীন চৌধুরীও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
MRP/prabir